উজিরপুরের লোকাল বাস উল্টে খাদে ॥ ৫০ জন আহত

লোকাল বাস খাদে পরে শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসের ড্রাইভার ও হেলপার তাৎক্ষনিক ভাবে পালিয়ে যায়।

আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ধামুরা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকল বাস (যশোর ব-৫১২)  উজিরপুরের মুলপাইন নামকস্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে উল্টে যায়। এতে শিশু ও বৃদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। গুরুতর আহত ৫ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা  হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। আহতদের সকলেই ধামুরা, মুলপাইন, উজিরপুর ও পাশ্ববর্তী বিভিন্ন স্থানের বলে জানা গেছে। গুরুতর আহতদের মধ্যে উজিরপুর হাসপাতালে ভর্তি রাজেন হাং (৩৫), কাঞ্চন হাং (৬০), আদিত্য দাস (৪০), শম্পা (৫), সঞ্চিতা (৫), খাইরুল (৫০), ওমর ফারুক (৬৫), সহিদুল (৩০), পারভীন (৩০), রফিকুল হাং (২৫), রফিকুল ইসলাম (৪৫), লাবলী বেগম (৪০), হালিম (৩২), সোনাবান (৭০), ফাতেমা ( ৪০), সেলিম চৌকিদার (৪৪), জয়নাল আবেদীন (৬০), বিথীকা বাড়ৈ (৩৫) সহ আরো ৩২ জন। এদের মধ্যে অনেকেই পাশ্ববর্তী বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। বাস দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুঁটে যান উজিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।