ঘর উঠানো হলোনা মাসুদের

নিজের খরচের পর অল্প অল্প করে দীর্ঘদিন ধরে টাকা জমিয়েছিলেন। জমানো টাকাসহ অন্যান্য মামলামাল নিয়ে এক সপ্তাহের ছুঁটিতে ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে রেখা পরিবহনযোগে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছিলো মাসুদ। পথিমথ্যে সে অজ্ঞানপার্টির খপ্পরে পরেন। অজ্ঞাপার্টির সদস্যরা তার সাথে থাকা প্রায় অর্ধলক্ষাধিক টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুটে নেয়। ফলে ঘর নির্মানের সব স্বপ্ন বিলিন হয়ে যায় মাসুদের। গতকাল শুক্রবার ভোরে জ্ঞানশূণ্য অবস্থায় মাসুদকে পরিবহন শ্রমিকেরা বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে ফেলে রেখে সটকে পরেন। স্থানীয়রা অচেতন অবস্থায় মাসুদকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেছেন।

মাসুদের মামা তারেক হোসেন জানান, উপজেলার শাওড়া গ্রামের এনায়েত সিকদারের পুত্র মাসুদ সিকদার (২৮) ঢাকায় একটি বে-সরকারি কোম্পানীতে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় ঢাকার গাবতলী থেকে মাসুদ রেখা পরিবহনযোগে গৌরনদীর উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পরে সে সর্বস্ত্র খুঁইয়েছেন। পরিবহন শ্রমিকরা শুক্রবার ভোরে জ্ঞানশূণ্য মাসুদকে গৌরনদী বাসষ্ট্যান্ডে (মহাসড়কের পার্শ্বে) শুইয়ে রেখে সটকে পরেন। এ রির্পোট লেখা পর্যন্ত (শুক্রবার বিকেল তিনটা) মাসুদের জ্ঞান ফিরেনি।