চাঁদা দাবির অভিযোগে বিএনপির পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

অভিযোগে গৌরনদী উপজেলা বিএনপির ৫ নেতা-কর্মীকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের আওয়ামীলীগ কর্মী ও মুদি দোকানদার মোঃ মজিবর মোল্লা এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, উপজেলার উত্তর পালরদী এলাকার বদিউজ্জামান মিন্টুসহ ৫ জন আসামি সোমবার দুপুরে উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় বাদির মুদি দোকানে গিয়ে বাদির কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। বাদি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা লুট ও দোকানের মালামাল তছনছ করে। এদিকে, চাঁদাদাবির অভিযোগ অস্বীকার করে করে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু জানান, তার খরিদকৃত ৮ শতক জমি সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি লুৎফর রহমানের চাচা মজিবর মোল্লার। সে (মজিবর মোল্লা) আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে জমি রেজিস্ট্রি করে দিতে না চাওয়ার বিষয় নিয়ে মজিবরের সাথে তার বাকবিতন্ডা হয়েছে।