নিজস্ব সংবাদদাতা ॥ যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে বরিশাল নগরীর জেলেবাড়ির পোল এলাকার উকিলবাড়ির বাসিন্দা ও পটুয়াখালীর টিএন্ডটি অফিসের উপ-সহকারী প্রকৌশলী আফজালুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত এগারোটার দিকে প্রকৌশলী আফজালকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী মডেল থানার এস.আই গোলাম কবির জানান, উপ-সহকারী প্রকৌশলী আফজালুর রহমানের প্রথম স্ত্রী মাহমুদা বেগমের থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের উদ্ধৃতি দিয়ে এস.আই কবির আরো জানান, ১৯৯৫ সনে আফজালুর রহমানের সাথে মাহমুদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আফজাল মোটা অংকের টাকা যৌতুক দাবি করে আসছে। সম্প্রতি ১০ লাখ টাকা দাবি করে না পেয়ে মাহমুদাকে শারিরিক নির্যাতন করে তার বাবার বাড়িতে তাড়িয়ে দেয়া হয়। এরইমধ্যে গত ৪ জানুয়ারি আফজালুর রহমান জেলে বাড়িরপুল এলাকার মাহমুদার বাবার বাসায় এসে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে পূর্ণরায় মারধর করে মাহমুদার স্বর্ণালংকার ও একমাত্র কন্যা সন্তানকে জোরকরে নিয়ে যায়। অতিসম্প্রতি যৌতুকলোভী আফজাল তার প্রথম স্ত্রী মাহমুদার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন।