মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী ॥ সারাদেশের নারী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বরিশালের আগৈলঝাড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের উদ্যোগে র্যালী শেষে উপজেলা বিআরডিবি হলরুমে ওয়ার্ড ভিশন বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন প্রকল্প ম্যানেজার মি. পল প্রেমসন ম্রং সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. বখতিয়ার উদ্দিন, মহিলা আওয়ামীলীগ নেত্রী পেয়ারা ফারুক বখতিয়ার, নবসূচনা অর্থনীতি উন্নয়ন প্রকল্প ম্যানেজার মি. রতন সাহা, মেঘনা বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভানেত্রী সবিতা রায়, উদ্দীপ্ত বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভানেত্রী আইরিন মন্ডল, সিআইএম প্রকল্প ম্যানেজার মি. ডেভিড সুজন গ্রেগরি ও উত্তম কুমার সমদ্দার প্রমুখ। সকালে অপর বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাকের উদ্যোগে নারী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।