Menu Close

অবশেষে উজিরপুরে প্রেমিক জুটির বিয়ে!

উজিরপুর সংবাদদাতা ॥ অবশেষে বরিশালের উজিরপুর উপজেলার হারতায় প্রেমিক জুটির বিয়ে হয়েছে। বিয়ের দাবিতে টানা ১ সপ্তাহ প্রেমিকা হারতা গ্রামের শুক্কুর মন্ডলের মেয়ে পার্শবর্তী কুচিয়ারপার গ্রামে হিরেন বিশ্বাসের ছেলে প্রেমিক রতন বিশ্বাসের ঘরে অবস্থান নেয়। এ ঘটনা বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। এক পর্যায়ে থানা পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে আইনি সহয়তা প্রদান করে। এঘটনায় উজিরপুর থানায় একটি মামলাও দায়ের হয়। মামলার সম্ভাব্য ঝুকি এড়াতে ও নানা নাটকিয়তার পরে অবশেষে প্রেমিক জুটি বিয়ে পিরিতে বসে শুক্রবার রাতে মেয়ের বাড়িতে। বরের বেশে প্রেমিক রতন সামাজিক বিয়ের বিধান মেনে জীবন সঙ্গী  করে নেয় প্রেমীকা সঞ্জিতাকে। রাতেই বিয়ে অনুষ্ঠান শেষে স্বামী রতনের হাত ধরে নববধূ সঞ্জিতা চলে আসে স্বামীর সংসারে। গত কয়েক দিন যাবত ওই এলাকায় বিষয়টি ছিলো সবার মূখে মূখে।

Related Posts