নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে ১৫তম দিনেও চলছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রতিবাদী গান, গণস্বাক্ষর, যুদ্ধাপরাধীদের প্রতিকী ফাঁসিসহ ব্যাপক কর্মসূচী। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের একাত্তর মঞ্চে চলমান এ কর্মসূচীতে তরুন প্রজন্মের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ একাত্মতা প্রকাশ করে স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন।