নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীরা। গত সোমবার রাত থেকে সম্প্রচার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দিগন্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দিন। এ ব্যাপারে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল জানান, দিগন্ত টিভি সম্প্রচার বন্ধের জন্য তারা ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীদের অনুরোধ জানানোর পর ব্যবসায়ীরা চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দিয়েছেন। শহরের স্কাই ভিশন ক্যাবল নেটওয়ার্কের স্বত্তাধীকারি শিবু দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।