নিজস্ব সংবাদদাতা ॥ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহাবাগের প্রজন্ম চত্বর থেকে ঘোষিত কর্মসূচী যথারীতি পালন করা হচ্ছে বরিশালের একাত্তর মঞ্চ থেকে। গতকাল বুধবার বিকেল চারটা তেরো মিনিটে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চিঠি উড়িয়েছেন তরুন প্রজন্মের নেতৃবৃন্দরা। বুধবার ১৬তম দিনের কর্মসূচীতে তরুন প্রজন্মের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের একাত্তর মঞ্চের কর্মসূচীতে অংশগ্রহন করেন।