নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তরুন প্রজন্মের তৈরী করা ‘প্রজন্ম একাত্তর মঞ্চ’ দখল করে শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি ইসলামী সংগঠনের নেতা-কর্মীরা।
নগরীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে একযোগে সদর রোডে জড়ো হয়ে ওইসব ইসলামী দলের নেতা-কর্মীরা শাহবাগ আন্দোলন থেকে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে তা প্রত্যাহারের দাবিতে শ্লে¬াগান দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। অপরদিকে শাহবাগে তরুন প্রজন্মের আন্দোলনকে নিয়ে কটুক্তি করায় সরকারি বাখেরগঞ্জ কলেজ মসজিদের ইমাম ও জামায়াত নেতা হাফেজ মোঃ আলতাফ হোসেনকে (৫৫) শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।