নিজস্ব সংবাদদাতা ॥ দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে পুলিশের পাঁচটি মামলা দায়ের তীব্র-নিন্দা ও প্রতিবাদ সহ মামলা প্রতাহারের দাবী জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতান। তারা জানায় মাহমুদুর রহমানের মামলা প্রতাহার না হলে বরিশাল থেকে গন আন্দোলন শুরু হবে। আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকা পরও তাকে হয়রানি করার জন্য সম্পূর্ন মিথ্যা মামলা করেছে পুলিশ। এ মামলায় গণমাধ্যমের উপরে আঘাত আনা হয়েছে বলে তারা মনে করেন। তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানায়, বরিশাল জেলা উত্তর বিএনপি সভাপতি এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, ড.ইঞ্জিনিয়ার এম শাহা আলম, এ্যাড.কামরুল ইসলাম সজল, আফম রশিদ দুলাল, লোকমান হোসেন খান, যুগ্ম-সাধারণ সাম্পাদক আবুল হোসেন লাল্টু, বরিশাল জেলা উত্তর যুবদল সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ বখতিয়ার, বরিশাল জেলা উত্তর বিএনপি মহিলাদল সভাপতি তাসলিমা বেগম, হোসনে আরা বেবী, আগৈলঝাড়া ছাত্রদল সভাপতি সামসুল হক খোকন, সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার ও আগৈলঝাড়া প্রেস ক্লাব নিরবার্হী সদস্য ওমর আলী সানি।