দেলোয়ার সেরনিয়াবাত ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকা থেকে শুক্রবার গভীর রাতে মোটর সাইকেল ছিনতায়ের অভিযোগে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহাদাত সরদারের বাড়ি গৌরনদী পৌর এলাকার দক্ষিন পালরদী মহল্লায়। এ ঘটনায় গতকাল শনিবার সকালে গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উজিরপুর উপজেলার ধামুড়া বাজার থেকে শুক্রবার বিকেলে আমিনুল ইসলামের ভাড়ায় চালিত মোটর সাইকেল গৌরনদীর টরকীর উদ্যেশে হাসানাত সরদারের পুত্র শাহাদাত সরদার (২৫) নিয়ে আসে। সন্ধ্যা ৬ টার শাহাদাত সরদারের সহযোগী রড়কসবা গ্রামের আসাদ খানের সাথে চা’র দোকানে বসিয়ে কৌশলে টিভিএস মোটর সাইকেল নিয়ে যায়। পরবর্তীতে আসাদ সটকে পড়ে। রাত গভীর হওয়ার পরেও শাহাদাত ফিরে না আসায় বিষয়টি মোটর সাইকেল মালিক আমিনুল গৌরনদী থানা পুলিশকে জানায়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাত তিনটায় টরকী বন্দর থেকে শাহাদাত সরদারকে গ্রেপ্তার করে। থানা হাজতে বসে শাহাদাত পুলিশ ও সাংবাদিকদের জানান, ছিনতাইকৃত মোটর সাইকেলটি ওই রাতেই মাদারীপুর সদর থানার চরমোগড়িয়া ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। এ ঘটনায় আমিনুল ইসলাম বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামরা দায়ের করেছেন। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গ্রেপ্তারকৃতর স্বীকারোক্তি অনুয়ায়ী ছিনতাইকৃত মোটর সাইকেলটি উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহৃত রয়েছে। পুলিশ আরো জানায়, শাহাদাতের বিরুদ্ধে আগৈলঝাড়া ও উজিরপুর থানায় মোটর সাইকেল ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।