কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা ॥ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত এক সপ্তাহ আগে ঘটে যাওয়া মন্দিরে অগ্নিকান্ডের ঘটনার রেশ কাটতে না কাটতে প্রতিমা ভাংচুরের ঘটনায় উপজেলা জুড়ে তোলপাড়ের সৃষ্ঠি হয়েছে। উপজেলার সর্বত্র সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতংক বিরাজ করছে।
সরেজমিনে জানাগেছে-গত সোমবার রাতে উপজেলার রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ী গ্রামের শীতলাবাড়ী সার্বজনীন দূর্গামন্দিরের অশুরের বাম হাতের আঙ্গুল, লক্ষ্মীর মাথার মুকুট, গনেশের শুর, কার্তিকের বাম হাতের কিছু অংশ, সিংহের লেজ দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলে।
আজ মঙ্গলবার সকালে নিত্যানন্দ মধুর স্ত্রী অলেকা মধু প্রতিদিনের ন্যায় পূজা দিতে গিয়ে প্রতিমাগুলো ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে মন্দির কমিটির সভাপতি কালিপদ মধুকে জানায়। মন্দির কমিটির সভাপতি কালিপদ মধু বলেন- অলেকা মধু আমাকে জানানোর পরে আমি বিষয়টি রামশীল ইউনিয়নের চেয়ারম্যান খোকন বালাকে জানাই। সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল, ওসি তোতা মিয়া, রামশীল ইউনিয়নের চেয়ারম্যান খোকন বালা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি তোতা মিয়া বলেন, উপজেলার সাধারণ মানুষের মাঝে ভীতি ও কলহ সৃষ্ঠির জন্য একটি মহল এ ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা।
উল্লেখ্য গত ৪ মার্চ উপজেলার লাখিরপাড় সাতকান্দি সার্বজনীন দূর্গমন্দিরে রাতে আধারে দুর্বৃত্তরা অগ্নিকান্ডের ঘটনা ঘটায়।