নিজস্ব সংবাদদাতা ॥ কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বরিশাল শহরটির পুরানো নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। আবার বরিশালকে প্রাচ্যের ভেনিসও বলা হয়। প্রাচ্যের ভেনিসখ্যাত বরিশালে গত ১৭ মার্চ শেষ হয়েছে বাংলাদেশী আইডলের বরিশাল জোনের অডিশন পর্ব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ মার্চ সকাল ৯টায় শুরু হওয়া অডিশন রাউন্ড চলে একই সাথে দশটি বুথে। বরিশালের হালিমা খাতুন উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ওইদিন সন্ধ্যায় বাংলাদেশী আইডল অডিশন পর্ব শেষ হয়। বরিশালের উৎসুক জনতা আইডলকে শুভেচ্ছা জানিয়ে নগরীতে একটি আনন্দ র্যালীও বের করেছিলো। এ রিয়েলিটি শোতে ১৮ থেকে ২৮ বছর বয়সী বরিশালের নাগরিকেরা অংশগ্রহণ করেন। বিশ্বব্যাপী দর্শক ভোটের মাধ্যমে সেরা সঙ্গীত শিল্পী নির্বাচনের শ্রেষ্ঠ ও সফলতম টিভি শো ‘আইডল’। এর আগে ৪৮ টিরও বেশি দেশ কাঁপিয়েছে ‘আইডল’! ডেল্টা বে প্রোডাকশনস এন্ড ডিস্ট্রিবিউশন প্রাইভেট লিমিটেড এবং এসএ টিভি প্রথম বাংলাদেশে এ রিয়েলিটি শো শুরু করে।