Menu Close

বরিশালে মাটিতে পুঁতে রাখা ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ পুলিশের তালিকাভূক্ত মাদক সম্রাট জাফর আকনের বাড়ির পুকুর পাড়ে মাটিতে পুঁতে রাখা ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বরিশালের গৌরনদী থানা পুলিশ উপজেলার কটকস্থল গ্রামে অভিযান চালিয়ে ১১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

গৌরনদী থানার উপ-পরিদর্শক (এস.আই) সোলায়মান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে আটটার দিকে কটকস্থল গ্রামের ফেনসি সম্রাট জাফর আকনের বাড়ির পুকুর পাড়ে মাটিতে পুঁতে রাখা ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানের শুরুতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related Posts