Menu Close

গৌরনদীতে রাতের আধাঁরে মাছ লুটের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার শংকরপাশা গ্রামের একটি দিঘী থেকে সোমবার রাতে প্রায় দু’লক্ষ টাকার মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

দক্ষিণ পিঙ্গলকাঠী (হাজ্বীপাড়া) গ্রামের মরহুম এ্যাডভোকেট নুর মোহাম্মদ হাওলাদারের পুত্র পলাশ হাওলাদার অভিযোগ করেন, শংকরপাশা গ্রামের তার মাছের ঘের (দিঘী) থেকে সোমবার রাত সাড়ে বারোটার দিকে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা জাল দিয়ে ঘেরের প্রায় দু’লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, রাতেই মৌখিখভাবে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Related Posts