বরিশালের মেয়র হিরনের মহতি উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা ॥ হরতালে বরিশাল নগরীতে যেসব যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সেসব যানবাহনের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন বিসিসির মেয়র শওকত হোসেন হিরন। আর এ ক্ষতিপূরণ পেতে ক্ষতিগ্রস্তদের সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে।

গতকাল বুধবার বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন জানান, হরতালকারীদের হামলায় ক্ষতিগ্রস্থ যানবাহনের অধিকাংশ মালিকেরাই হচ্ছেন দরিদ্র। অনেকের গাড়ি মেরামত করার সামর্থ্য পর্যন্ত নেই। তাই তাদের আর্থিকভাবে সহায়তা করার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে। সিটি মেয়রের এ মহতি উদ্যোগটি সর্বত্র প্রশংসা কুড়িয়েছে।

বরিশালের মেয়র হিরনের মহতি উদ্যোগ