আগৈলঝাড়ায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী জানিয়ে স্বাধীনতা দিবস পালন

নিজস্ব সংবাদদাতা ॥ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে পৃথক পৃথকভাবে দিনব্যপী কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ২১বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ, কুজকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শণ¬, প্রীতি ফুটবল খেলা ও মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেয়া হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের স্বাধীনতা মঞ্চে ডিজিটাল প্রযুক্তির সার্বজনিন ব্যবহার করে সুখি, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠন করা সহ দেশীয় পন্য ব্যবহারের উপর গুরুত্বারোপ করে সর্বক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন শীর্ষক আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা কমান্ডার আইউব আলী মিয়া, আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক জসিম সরদারসহ প্রমূখ নেতৃবৃন্দ। এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আগৈলঝাড়া প্রি ক্যাডেট এ্যান্ড কেজি স্কুলে কমান্ডার আইউব আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কাদের হাওলাদার, সিরাজুল হক সরদার, অধ্যাপক লিয়াকত আলী হাওলাদার, আ. রইচ সেরনিয়াবাত, আব্দুল মজিদ হাওলাদার প্রমুখ। এসময় স্বাধিনতা বিরোধি সকল যুদ্ধাপরাধিদের ফাঁসির দাবিতে মুহু মুহু শ্লোগান দেয় উপস্থিত মুক্তিযোদ্ধা ও জনতা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।