বরিশালে ১৮ দলের হরতাল চলছে – পিকেটারদের হামলায় ১ পুলিশ আহত গ্রেফতার-৮

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে আঠারো দলের ডাকা হরতালের প্রথম দিন বরিশালে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। নগরীর কয়েকটি স্থানে পিকেটাররা টায়ারে অগ্নি সংযোগ করেছে। ভাংচুর করেছে একটি ট্রাক।

সকাল সাড়ে ৬ টায় হরতালের সর্মথনে মিছিল করেছে বিএনপি। নগরীর নাজিরের পুল এলাকা থেকে মহানগর বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য এ্যাড মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে মিছিলটি জেল খানার মোড়ে অতিক্রমকালে পুলিশী বাধার মুখে পরে। পরে এখানেই সমাবেশ করে নগর বিএনপির নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অপরদিকে জেলা বিএনপির সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে জেলা প্রশাসক কার্মালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। ভোর রাতে নগরীর কালিজিড়া ব্রিজ সংলগ্ন এলাকায় গাছ ফলে সড়ক অবরোধ ছাড়াও বাঘিয়া ও স্বরোডে টায়ারে অগ্নি সংযোগ করেছে পিকেটাররা। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে পিকেটাারদের ছোড়া ইটের আঘাতে আনোয়ার নামের এক পুলিশের এস আই আহত হয়েছে। হরতালে নাশকতা সৃস্টির আশংকায় রাতে বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন স্থান থেকে বরিশাল ১৭ নং ওয়ার্ড জামাতের সভাপতিসহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  বেলা বারার সাথে সাথে নগর জীবন স্বাভাবিক হয়ে আসছে। দূর পাল্লার বাস বন্ধ থাকলেও আভ্যন্বতরী রুটে নৌ চলাচল করছে।