নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় এক ছাত্রদল নেতা নিহত ও এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছেন। আহতকে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বাকেরগঞ্জের গারুরিয়া নামকস্থানে মঙ্গলবার রাতে বাসের ছাঁদ থেকে পরে মোঃ আলহাজ (২২) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়। নিহতের বাড়ি উপজেলার ফরিদপুর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল রাজ্জাকের পুত্র। অপরদিকে একইদিন রাতে নগরীর সিটি কর্পোরেশনের সম্মুখে রাস্তা পারাপারের সময় সিটি বাসের চাঁপায় গুরুতর আহত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলু মিয়া। সে নগরীর কাউনিয়া বিসিক রোডের বেগের বাড়ির বাসিন্দা।