বরিশালে বখাটেদের হামলায় স্কুলের অনুষ্ঠান পন্ড আহত-১০

নিজস্ব সংবাদদাতা ॥ তুচ্ছ ঘটনার জেরধরে বখাটেদের হামলাকে কেন্দ্র করে তিন দফা হামলা ও সংঘর্ষে পন্ড হয়ে গেছে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শেষ বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে।

পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, ওই স্কুলের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষদিন ছিলো মঙ্গলবার। ওইদিন শেষ বিকেলে প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রাক্কালে তুচ্ছ ঘটনার জেরধরে নির্মাণ শ্রমিক আরিফ খানের (২৫) ওপর অর্তকিত ভাবে হামলা চালায় টরকী বন্দর এলাকার বখাটে যুবক প্রিন্স ও তার সহযোগীরা। খবর পেয়ে আরিফের স্বজনেরা জড়ো হয়ে পাল্টা হামলা চালালে উভয় গ্র“পের মধ্যে তিন দফা ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। উপায়অন্থর না পেয়ে স্কুল কর্তৃপক্ষ পুরো অনুষ্ঠান বন্ধ ঘোষণা করতে বাধ্য হন। হামলা ও সংঘর্ষে সুরাত আলী খান, সজীব, অপু, আরিফ খান, প্রিন্সসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। অনুষ্ঠান পন্ড হওয়ার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বেপারী বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবারের অনুষ্ঠান স্থগিত করে আগামী শনিবার নির্ধারন করা হয়েছে।