নিজস্ব সংবাদদাতা ॥ পূত্রবধূর অনৈতিক কর্মকান্ডে বাঁধা দেয়ায় ঘুমের ঘোরে বৃদ্ধা শ্বশুড়ের পুরুষাঙ্গ কর্তন করে এলাকায় অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামে। মুর্মুর্ষ অবস্থায় বৃদ্ধা ঠাকুর চাঁদ পান্ডেকে (৯০) বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের ঠাকুর চাঁদ পান্ডের পুত্র ভুদেব পান্ডে কাঠ মিস্ত্রীর কাজে দূরে থাকার সুবাদে তার স্ত্রী রীনা পান্ডে পরকীয়ায় জড়িয়ে নিজগৃহেই অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হয়ে পরে। এতে বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে ঘুমের ঘোরে রীনা তার বৃদ্ধ শ্বশুর ঠাকুর চাঁদ পান্ডের পুরুষাঙ্গ ধারালো ছুড়ি দিয়ে কর্তন করে। এসময় ঠাকুর চাঁদ পান্ডের ডাকচিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে রিনা অভিযোগ করে তাকে তার শশুড় ঝাঁপটে ধরার তিনি এ কাজ করেছে। কিন্তু তাৎক্ষনিক প্রকৃত ঘটনা ফাঁস হয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় ঠাকুর চাঁদকে প্রথমে আগৈলঝাড়া ও পরবর্তীতে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।