নিজস্ব সংবাদদাতা ॥ শিক্ষক কর্তৃক ডিজিটাল উপকরন তৈরি এবং মাল্টিমিডিয়া ক্লাশরুম পরিচালনা করার লক্ষে মাধ্যমিক স্তরের শিক্ষকদে ১৫ দিন ব্যাপী কম্পিউটর প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রশিক্ষন কোর্সের সমন্বয়কারী মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন প্রশিক্ষন কোর্সের পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চেীধুরী। বিশেষ অতিথি ছিলেণ পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির,গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা দূর্নীতি দমন কমিটির সম্পাদক মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষনে ফ্রসিলেলেটর বিসিসি’র সহকারী প্রোগ্রাম অফিসার চৌধুরী মোঃ সওকত হোসাইন, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রশিক্ষনের কোর্স সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, প্রশিক্ষনে অংশগ্রহনকারী শিক্ষক কাজী আশরাফ হোসেন, আলী আজিম খান, জিয়াউর রহমান প্রমুখ। পরে প্রশিক্ষনে অংশ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরন করা হয়।