নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থলে মাসব্যাপী স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
কটকস্থল ফেন্ডস্ ক্লাবের আয়োজনে তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। টুর্নামেন্ট কমিটির সভাপতি ও ইউপি সদস্য বজলুর রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার, জহুর আলী বেপারী, ফেন্ডস্ ক্লাবের সহসভাপতি সজিব মাঝি প্রমুখ। শেষে চ্যাম্পিয়ান দলের মাঝে পুরস্কার বিতরন করা হয়। টুর্নামেন্টে ২৫ টি দল অংশগ্রহন করেন।