আবুল হাসানাত আব্দুল্লাহর বিদেশে যেতেও বিপত্তি

নিজস্ব সংবাদদাতা ॥ আপনি কি রাজনৈতিক দলের নেতা? পারিবারিক কাজে কিংবা চিকিৎসার জন্য বিদেশে যেতে চান? তাহলে সাংবাদিক সম্মেলন করে বিদেশে যাওয়ার বিষয়টি দেশবাসীকে জানিয়ে যান। না হলে কোন একটি পত্রিকায় আপনাকে কিংবা আপনার পরিবারকে নিয়ে প্রকাশিত হয়ে যাবে নানা কল্পকাহিনী।

গত ২ এপ্রিল এক সুধী সমাবেশে কথাগুলো বলছিলেন, বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক সৈকত গুহ পিকলু। ওইদিন একটি জাতীয় পত্রিকায় বঙ্গবন্ধুর ভাগ্নে, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যদের নিয়ে প্রকাশিত সংবাদটিকে মনগড়া আখ্যা দিয়ে সংবাদের বিশ্লেষন করতে গিয়ে চেয়ারম্যান পিকলু বলেন, চিকিৎসার জন্য ভাই (হাসানাত আব্দুল্লাহ) গত ৩০ মার্চ ভারতে গেছেন। আর ভাবি তার আগেই বড় ছেলে সাদেক আব্দুল্লাহকে সাথে নিয়ে আমেরিকায় বসবাসরত সাদেকের স্ত্রী ও সন্তানদের সাথে দেখা করতে গেছেন। সেখানে ওই পত্রিকাটি “স-পরিবারে দেশের বাইরে হাসানাত : নানা গুঞ্জন” শিরোনামে এমন একটি মনগড়া সংবাদ প্রকাশ করেছে, যা দেখে হতভম্ভ হয়েছেন দেশের সবাই। তিনি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।