নিজস্ব সংবাদদাতা ॥ “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ওহাব পাইকের চিকিৎসায় সাহায্য করুন” শিরোনামে দৈনিক জনকন্ঠ ও দৈনিক ইত্তেফাকে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পঙ্গু অবস্থায় বিনা চিকিৎসায় শষ্যাশয়ী বীর মুক্তিযোদ্ধা ওহাব পাইকের অসহয়াত্বের কথা ভেবে তাকে সহায়তার জন্য হাত বাড়ান। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা ওহাবের চিকিৎসাসহ তার পরিবারের ভরনপোষনের দায়িত্ব নেন। অতঃপর বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে আব্দুল ওহাবের জন্য এক লক্ষ টাকার চেক প্রেরন করেন। একই সাথে তাকে সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন।
প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রেরিত এক লক্ষ টাকার চেক গত মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় আব্দুল ওহাবের হাতে তুলে দিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। প্রধানমন্ত্রীর প্রদানকৃত চেক আব্দুল ওহাবের হাতে তুলে দেয়ার সময় তিনি (ওহাব) আনন্দে কেঁদে ফেলেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পী ও রণাঙ্গন কাঁপানো বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব পাইকের বাড়ি গৌরনদী পৌর এলাকার টিকাসার মহল্লায়। অপরদিকে বুধবার সকালে জনতা ব্যাংক লিমিটেডের সিএসআর খাত থেকে মুক্তিযোদ্ধা ওহাব পাইককে ১৫ হাজার ও ঢাকার ল্যাব এইড হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ১০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।