নিজস্ব সংবাদদাতা ॥ শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষ্যে তার লীলাভূমি গোপালগঞ্জ জেলার ওড়াকান্দি ধামের বারুণী স্নানের ন্যায় বরিশালের বিভিন্ন উপজেলার ১১টি স্থানে বরিবার বারুনী স্নান অনুষ্ঠিত হবে।
জানা গেছে, প্রতিবছরের ন্যায় রবিবার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি মধুকৃষ্ণা ত্রয়োদশীতে তার লীলাভূমি গোপালগঞ্জ জেলার ওড়াকান্দি ধামে মহাধুমধামের মধ্যদিয়ে বারুণী স্নানের আয়োজন করা হয়েছে। সেখানে অংশগ্রহনের জন্য ইতোমধ্যে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের ভক্তরা পদযাত্রা শুরু করেছেন। সেখানকারন্যায় বারুনী স্নান উপলক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলার তালেরবাজার, পশ্চিম মোল্লাপাড়া, বাশাইল, সরবাড়ি, রাজিহার, কেষ্টাইরপাড়, পশ্চিম সুজনকাঠী লালু শিকারীর বাড়ি, আস্কর পুরান কালীবাড়ির রাইচরণ পাগলের আশ্রম, ত্রিমুখী ও গৌরনদীর বাঘারে ওড়াকান্দির ন্যায় অনুরূপ পূণ্যস্নানের আয়োজন করা হয়েছে। মতুয়া ভক্ত মণীষ চন্দ্র বিশ্বাস জানান, তীর্থধামের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের ন্যায় গৌরনদী ও আগৈলঝাড়া থানা পুলিশও ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন।