আগৈলঝাড়া সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় কাবিখার প্রকল্প নিয়ে ক্ষমতাসীন দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের। যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলাসূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী কলেজ থেকে স্বনির্ভর ব্রিজ পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য কাবিখার প্রকল্প নিয়ে ক্ষমতাসীন দলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অবনী সরকার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশের এসআই আলী আহম্মদ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর থেকে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবু সায়েদ হাওলাদারকে গ্রেফতার করে গতকাল শুক্রবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরণ করেছে।