আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় দু’বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক কোর্সের উদ্ধোধন। জানাগেছে, সারাদেশে নিপোর্টের ৪টি রয়েছে তার মধ্যে বরিশাল বিভাগে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি আগৈলঝাড়ার গৈলাতে। গত ৪ এপ্রিল বৃহস্পতিবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভাগে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে কমিউনিটি প্যারামেডিক বিষয়ে ২বছর মেয়াদি প্রশিক্ষ কোর্সর চালু করা হয়। গত ৪এপ্রিল প্রথম ব্যাচে উদ্ধোধন করা হয়। কোর্সে ১৭জন ছাত্রী ও ৮জন ছাত্র ভর্তি হয়েছে। উদ্ধোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্পোট প্ররিক্ষন পরিচালক ডা. এএমএম আনিসুর আউয়াল। প্রধান অতিধি ছিলেন, বরিশাল বিভাগিয় পরিবার পরিকল্পনা পরিচালক ডাঃ হরিপ্রসাদ পাল, বিষেশ অতিথি বরিশাল বিভাগ স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ সামসুল হক, সিভিল সার্জন এটিএম মিজানুর রহমান, উপ-পরি চালক ডাঃ রফিকুল ইসলাম, আঞ্চলিক কেন্দ্র প্রশিক্ষক মোঃ হুমায়ুন কবির, টিএইচও ডাঃ সেলিম মিঞা, ডাঃ অসিম হালদার, ডাঃ সুবল কুন্ড, ডাঃ রাসেদুন নবী, ডাঃ শৈবাল বসাক,ডাঃ গাজী শামচুল আলম।