নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যাপক আব্দুল আউয়াল লোকমানকে সভাপতি ও মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক তৌহিদুল ইসলাম ইরানকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে কারিতাস হলরুমে গত ৬ এপ্রিল বাকশিসের উপজেলা শাখার বিদায়ী সভাপতি অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদের সভাপতিত্বে দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাকশিসের বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক অধ্যক্ষ মহসিনউল ইসলাম হাবুল, জেলা শাখার সভাপতি আমিনা ইসলাম, সাধারন সম্পাদক গোলাম মোর্শেদ, গৌরনদী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি টিএম আলতাফ হোসেন। বক্তব্য রাখেন বাকশিসের উপজেলা শাখার বিদায়ী সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, বার্থী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম, সামচুল আলম, আবু সিকদার, অধ্যাপক তৌহিদুল ইসলাম ইরান, সুশীল কুমার, জহর লাল পাল, আশ্রাফুজ্জামান, এইচএম ইলিয়াস, ললিত চৌধুরী, আলীমুজ্জামান, জিনাত জাহান প্রমুখ। শেষে সর্ব সম্মতিক্রমে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যাপক আব্দুল আউয়াল লোকমানকে সভাপতি, বার্থী ডিগ্রি কলেজের অধ্যাপক ললিত চন্দ্র চৌধুরীকে সিনিয়র সহসভাপতি, মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক তৌহিদুল ইসলাম ইরানকে সাধারন সম্পাদক, রাবেয়া-ফজলে করিম মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক আশ্রাফুজ্জামানকে সহসম্পাদক, নিজাম উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক পূর্নেন্দু ঠাকুরকে সাংগঠনিক সম্পাদক ও পালরদী স্কুল এন্ড কলেজের প্রভাষক রাজা রাম সাহাকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট আগামি তিন বছরের জন্য বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) গৌরনদী উপজেলা শাখার কার্যকরি কমিটি গঠন করা হয়। নব নির্র্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সম্পাদক জামাল উদ্দিন, গৌরনদীর একমাত্র মুখপত্র সাপ্তাহিক আলোকিত সময়ের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, গৌরনদী উপজেলা শিক্ষক ফোরামের সভাপতি ও গৌরনদী প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সুদাম পাল, গৌরনদী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের সভাপতি কাজী আসাদুজ্জামান, সাধারন সম্পাদক প্রদীপ চন্দ্র দাস প্রমুখ।