নিজস্ব সংবাদদাতা ॥ “রক্তচাপ নিয়ন্ত্রণে যার-নিরাপদ জীবন তার”-প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রবিবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকাল নয়টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে র্যালীটি বের করা হয়।
র্যালী শেষে স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেস স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোঃ শামসুল হক। বক্তব্য রাখেন আনোয়ার জাহিদ প্রমুখ।