নিজস্ব সংবাদদাতা ॥ যুবলীগের কেন্দ্রীয় নেতা পরিচয় দিয়ে এলাকার নিরিহ গ্রামবাসীদের টিউবওয়েল দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া দুর্ধর্ষ প্রতারক রেজভী আহমেদ হানিফকে গতকাল রবিবার সকালে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বরিশালের বাকেরগঞ্জ থানার ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, প্রতারক হানিফের বিরুদ্ধে শনিবার থানার একটি প্রতারণা মামলা দায়ের করেন উত্তমপুর গ্রামের জনৈক খলিল ঢালী। এজাহারে উল্লেখ করা হয়, নিজেকে যুবলীগের কেন্দ্রীয় নেতা পরিচয় দিয়ে হানিফ দীর্ঘদিন পূর্বে তাকে টিউবওয়েল দেয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিনেও টিউবওয়েল না দেয়ায় হানিফের কাছে টাকা চাইতে গেলে সে উল্টো বাদিকে মিথ্যে মামলায় জড়ানোর হুমকি প্রদর্শন করে। প্রতারত হানিফ বাকেরগঞ্জের নলুয়া গ্রামের বাসিন্দা। এছাড়াও হানিফের বিরুদ্ধে প্রতারনার অসংখ্য অভিযোগ রয়েছে।