নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বানারীপাড়া উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর জাকির হোসেন মোল্লাকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল রবিবার সকালে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সকাল সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সাম্মুখে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা বলেন, গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঐতিহ্যবাহী সূর্যমনি মেলা থেকে র্যাব-৮’র সদস্যরা জাকির মোল্লাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেয়া হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, পৌর মেয়র গোলাম ছালেহ মঞ্জু মোল্লা প্রমুখ।