গৌরনদী অফিস ॥ ”জীবনের উল্ল¬¬¬াসে চল অমৃত সদনে”- শ্লে¬া¬গানকে ধারন করে বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী অশ্বিনী মেলা। প্রতি বছরের ন্যায় এবারও বাংলার জাগরনের অগ্রদূত বৃটিশ বিরোধী আন্দোলনের পুরধা ব্যক্তিত্ব, শিক্ষাব্রতী মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে তার জন্মভুমিতে ওই মনীষীর নিজের প্রতিষ্ঠিত বিদ্যালয় বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলা উদ্যাপন কমিটির সহসভাপতি সাবেক প্রধান শিক্ষক সদানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী নজরুল ইসলাম। আলোচক ছিলেন বিএম কলেজের সহযোগী অধ্যাপক স.ম ইমানুল হাকিম, বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন, বাটাজোর ইউপির চেয়ারম্যান আকতার হোসেন বাবুল, মেলা উদযাপন কমিটির সাবেক সভাপতি জগেশ্বর দে, মেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক আবদুল আজিজ, সহসভাপতি মোঃ শাহাদাত হোসেন, মাহিলাড়া ডিগ্রি কলেজের প্রভাষক গনেশ চন্দ্র মন্ডল, মেলার উদ্যোক্তা মারিফ আহম্মেদ বাপ্পী প্রমুখ। গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী দিন থেকে আগামীকাল শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলা চলাকালে মেলা প্রাঙ্গনের ”অশ্বিনী মঞ্চ” থেকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বৃত্তি, অশ্বিনী বৃত্তি, অশ্বিনী পদক প্রদান ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। দেশের বিভিন্ন কর্পোরেট হাউজের স্থানীয় ডিলারদের ষ্টলসহ বিভিন্ন এনজিও, বানিজ্যিক প্রতিষ্ঠান, বই ও খেলনা সামগ্রীর প্রতিষ্ঠানের শতাধিক স্টল বসেছে এ মেলায়।