সিংঙ্গাপুর, হংকং গমনেচ্ছুক নারী শ্রমিকদের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার ॥  আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) থেকে আগামী ২২ এপ্রিল সোমবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী বরিশালের অন্যান্য স্থানেরন্যায় আগৈলঝাড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে চলছে সিংঙ্গাপুর ও হংকংগামী নারী শ্রমিকদের রেজিষ্ট্রেশন কার্যক্রম। তথ্য সেবাকেন্দ্র পর্যক্ষেণ করে সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানালেন ইউএনও আবুল কালাম তালুকদার।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদার জানান, সরকারি পর্যায়ে স্বল্প খরচে দেশ থেকে বিদেশে নারী কর্মি প্রেরণের জন্য বরিশাল জেলার আগৈলঝাড়ায় গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২২ এপ্রিল সোমবার পর্যন্ত পাঁচ দিন ব্যাপি বরিশালের অন্যান্য স্থানের মত আগৈলঝাড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে চলছে সিংগাপুর ও হংকংগামি নারী শ্রমিকদের রেজিষ্ট্রেশন কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউএনও আবুল কালাম তালুকদার বাকাল ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, শ্রমিক কর্মি নিয়োগের ক্ষেত্রে দালাল এজেন্সির দৌরাত্ব ঠেকিয়ে সরকার গ্রামের দরিদ্র নারী জনগোষ্টিকে বিশেষ সুযোগ দিতে এবং ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম আরও একধাপ এগিয়ে নেয়ার জন্য দেশের ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রগুলোকে বেছে নেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় জেলার আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে সরকারি খরচে নারী শ্রমিকরা সিংগাপুর, হংকং সহ মধ্যপ্রাচ্যে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সিংগাপুর ও হংকংয়ে যাওয়ার আগে লটারীতে বিজয়ী নারী শ্রকিদের দুই মাসের ট্রেনিং প্রদান করে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। সিংগাপুর ও হংকং গমনেচ্ছু নারী শ্রমিকদের এসএসসি পাশ হতে হবে। ওই সকল শ্রমিকরা মাসে ৫০৫ মার্কিন ডলার বেতন পাবেন। এছাড়াও মধ্যপ্রাচ্যের শ্রমিকরা ২শ মার্কিন ডলার বেতন পাবেন। তবে শ্রকিদের রেজিষ্ট্রেশন কায়ৃক্রমে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না হলে বাধাগ্রস্থ হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। রেজিষ্ট্রেশন কার্যক্রম মনিটরিং এর জন্য সরকারে উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও মাঠে থাকবেন।