প্রেমানন্দ ঘরামী ॥ বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে বন্দরের ২১টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় দু’কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মনিরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
উজিরপুর থানার ওসি মোঃ শাহবুদ্দিন আহম্মেদ জানান, রাত দুইটার দিকে বন্দরের একটি ওয়ার্কসপের দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ছড়িয়ে পরে। খবর পেয়ে উজিরপুর ও গৌরনদীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ভোর পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে বন্দরের ২১টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়। খবর পেয়ে আজ শুক্রবার ভোরে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।