বউ চুরির ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার ॥  বরিশাল নগরীতে বউ চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা শফিউল আজম তার স্ত্রীকে চুরি কিংবা অপহরণ করা হয়েছে দাবী করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। বিচারক মোঃ মুজিবুর রহমান মামলার আদেশের জন্য আজ দিন ধার্য্য করেছেন। মামলার আসামীরা হচ্ছে, তার চাচাতো শালা মেহেদি হাসান বাপ্পি, চাচা শ্বশুর খালেক জোমাদ্দার, চাচা শাশুরী হাফিজা বেগম পারুল, চাচাতো শালা তারিক হাসান টুটুল, চাচাতো শালী শাহনাজ পারভিন মিলি ও ফুফাতো শালা লোকমান হোসেন। সকল আসামীদের বাড়ী ঝালকাঠীর দাড়াখানা এলাকায়। মামলা সূত্রে জানা গেছে, আসামীরা গত ২০ এপ্রিল চিকিৎসা নেওয়ার জন্য বরিশালে আসেন। তারা জামাই শফিউল আজমের অক্সফোর্ড মিশন রোডের বাসায় ওঠেন। সন্ধ্যায় আসামীরা শফিউল আজমের স্ত্রী সাহেরা আক্তার মুমুকে তাদের সাথে চিকিৎসকের চেম্বারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে স্ত্রী মুমুর আর কোন সন্ধান মেলেনি। পরে মোবাইল ফোনের মাধ্যমে শফিউলকে জানানো হয় ৫ লাখ টাকা মুক্তিপন না দিলে মুমুকে ফেরত দেওয়া হবে না।