স্টাফ রিপোর্টার ॥ বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ পুলিশী কাজে বাঁধা দেয়ার মামলায় বরিশাল মহানগর জামায়াতের আমীর এ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলালকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।
কোতয়ালী মডেল থানার এস.আই গোলাম কবির জানান, দুপুর দেড়টার দিকে নগরীর কাকলির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ পুলিশি কাজে বাঁধা দেয়ার মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।