ঝালকাঠির টাউন হলটি ঝুঁকিপূর্ন ঘোষনা

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥  ঝালকাঠি টাউন হলটি ঝুঁকিপূর্ন ও পরিত্যক্ত ঘোষনা করেছে পৌর কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার দুপুরে পৌর মেয়র আফজাল হোসেন রানা সেখানে সাইন বোর্ড টানিয়ে পরিত্যক্ত ঘোষনা করেন। সেই সাথে ভবনটিতে থাকা বিভিন্ন সংগঠনের অফিস গুলোকে সরিয়ে নেয়ার অনুরোধ করেছেন। ১৯৮০ সনে নির্মিত টাউন হলটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

সংস্কার কিংবা রক্ষনাবেক্ষনের অভাবে ভবনটি বসবাসের অযোগ্য হয়ে পরেছে। পৌরসভা কর্তৃপক্ষ ইতিমধ্যে ভবনে থাকা জেলা আ’লীগ কার্যালয়, রিকসা শ্রমিক ইউনিয়ন, স্বাধীন, শিল্পী পরিষদসহ সকল সংগঠনকে নোটিশ দিয়ে দ্রুত কার্যালয় গুলো সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

এ ব্যাপারে মেয়র আফজাল হোসেন রানা বলেন, টাউন হলে থাকা সংগঠন গুলোর নেতৃবৃন্দ আজ নোটিশও গ্রহন করেছে। এছাড়া পালবাড়ি এলাকায় আরেকটি ঝুঁকিপূর্ন ভবন আমরা চিহ্নিত করেছি। দু’এক দিনের মধ্যে সেটিতেও নোটিশ দিয়ে সিলগালা করে দেয়ার প্রস্তুতি চলছে।

অন্যদিকে ঝালকাঠি সরকারী কলেজ ‘ভাঙ্গা কলেজ’ খ্যাত ভবনটিও বছর পঞ্চাশ আগে পরিত্যক্ত ঘোষনা করা হয়। ভবনটিতে এখনও শতশত লোকের বসবাস। কিন্তু ঐ ভবনের মালিক কলেজ কর্তৃপক্ষ। তারা ভবনটি ঝুঁকিপূর্ন ঘোষনা করে লোকজনকে সরিয়ে নিতে পারেন বলে মেয়র জানান।