Menu Close

হেফাজত কর্তৃক সাংবাদিকদের ওপর হামলা ॥ গৌরনদীতে সাংবাদিকদের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ॥  হেফাজত ইসলামীর নেতা-কর্মী কর্তৃক ঢাকায় কর্মরত সাংবাদিকদের ওপর পরিকল্পিত ভাবে হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, সহসভাপতি মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ এম. আলম, প্রচার সম্পাদক উত্তম দাস, সদস্য খোকন আহম্মেদ হীরা, আমিন মোল্লা, মণীষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

বক্তারা হেফাজতের হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারপূবর্ক দৃষ্টান্ত মূলক শাস্তির জানান। এজন্য বক্তারা দেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান করেন।