বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল-ঢাকা নৌ-পথে এই প্রথমবারের যুক্তহলো পটুয়াখালী ভায়া বগা থেকে ঢাকা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল নৌ-যান এম.ভি সুন্দরবন-৯। আজ মঙ্গলবার সকালে নৌ-যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে সুন্দরবন নেভিগেশন গ্রুপের আয়োজনে সকাল সাড়ে এগারোটায় বরিশাল লঞ্চঘাটে দোয়া-মোনাজাত করা হয়।
সুন্দরবন নেভিগেশন গ্রুপের পরিচালক ও বরিশাল চেম্বার এন্ড কর্মাসের সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, লঞ্চটিতে ভিআইপি চারটি কেবিনসহ মোট এক’শ ১৯টি কেবিন রয়েছে। যার যাত্রী ধারণ ক্ষমতা নয়’শ ৯০জন। আগামীকাল ৯ মে লঞ্চটি ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হবে। দোয়া-মোনাজাত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন স্টীমারঘাট জামে মসজিদের খতিব শরফুদ্দিন আহমেদ বেগ।