Menu Close

বরিশালে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥  বরিশালে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দর থানার কাশিপুর রেইন্ট্রিতলা নামক এলাকায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 
জানা গেছে, সকালে সাড়ে আটটার দিকে নগরীর কাশিপুর কলাড়েমা এলাকার বাসিন্দা মিজান মীর (৪০), আব্দুল মালেক (৬৫) ও দেলোয়ার হোসেন (৫০) ওই এলাকার শাজাহান আকনের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে নামে। এসময় তারা ঝড়ে ছিড়ে পড়া বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে শেবাচিম হামপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষনা করেন। বিমান বন্দর থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।