নাসির উদ্দিন সৈকত ॥ জামায়াতের ডাকা আজ মঙ্গলবারের হরতালে কোন প্রভাবই পরেনি বরিশালে। নামেমাত্র হরতালের আহবান করে এখানকার মাঠে ছিলোনা জামায়াত, শিবির কিংবা তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির নেতা-কর্মীরা। হরতালের পক্ষে হয়নি কোন মিছিল, সমাবেশ কিংবা পিকেটিং।
এরআগে সোমবার রাতে যুদ্ধাপরাধীদের সমর্থকদের ডাকা হরতাল বরিশালে প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন বাস ও লঞ্চ মালিক, শ্রমিক এবং সাধারণ ব্যবসায়ীরা। ফলশ্র“তিতে মঙ্গলবার সকাল থেকেই প্রতিদিনের ন্যায় নগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিলো। অভ্যন্তরীন রুটের সকল যানবাহন ও লঞ্চ চলাচল ছিলো স্বাভাবিক। ব্যাংক, বীমা, অফিস-আদালতের কার্যক্রম চলছে প্রতিদিনের ন্যায়।