স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে বরিশাল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আজ শুক্রবার সকালে ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর খান আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিসিসি’র সদ্য বিদায়ী মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরন, প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন, অভিভাবক নাসিমা বেগম, সালমা হাসান প্রমুখ। অভিভাবক সমাবেশে বক্তারা ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভূমিকার কথা তুলে ধরেন। এসময় বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে অভিভাবকদের সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেন।