এনায়েত হোসেন মুন্না ॥ বরিশাল নগরীর কালীবাড়ি রোডের শিক্ষকের বাসায় বেড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাদ্রাসা ছাত্র ইলিয়াস আলী মোল্লার করুন মৃৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ইলিয়াসের লাশ তার গ্রামের বাড়ি গৌরনদীতে পৌঁছলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, গৌরনদী উপজেলার বাঙ্গিলা গ্রামের মোঃ আবুল কালাম মোল্লার পুত্র ও গৌরনদী থানা রাশেদীয়া এমদাদুল উলুম কওমী মাদ্রাসায় তাফসীরে জালালাইনের ছাত্র ইলিয়াস আলী মোল্লা (১৮)। গত বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষক মুক্তি মনিরুল ইসলামের সাথে ইলিয়াস বরিশাল নগরীর কালীবাড়ি রোডের ওই শিক্ষকের বাসায় বেড়াতে যায়। শুক্রবার সকালে ইলিয়াস ওই শিক্ষকের বাসার বৈদ্যুতিক মটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যায়।