প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥ হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য দীর্ঘ পাঁচ মাস পর আজ রবিবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের মোবারক আকন বারেকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
নিহত বারেকের স্ত্রী ও মামলার বাদি খাদিজা বেগম জানান, তুচ্ছ ঘটনার জেরধরে উপজেলার রতœপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের উজ্জল আলী আকনের পুত্র মোবারক আকন বারেককে ২০১২ সনের ২৪ ডিসেম্বর প্রতিপক্ষ আহমেদ সরদারের পুত্র মন্টু সরদার, তার পুত্র আলমগীর সরদার, কাশেম হাওলাদারের পুত্র কালাম হাওলাদার ও তাদের সহযোগীরা পরিকল্পিত ভাবে হত্যা করে। এ ঘটনায় বরিশাল আদালতে তিনি একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার মূলরহস্য উদ্ঘাটনের জন্য খাদিজা বেগম লাশের ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারকের নির্দেশে আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম তালুকদারের উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আক্কাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে কবর থেকে লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করেছেন।