স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর কাটপট্টি রোডস্থ এ্যাথেনা আবাসিক হোটেলের সামনে বুধবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ৫জন আহত হয়েছে। গুরুতর আহত অরুন রায় নামের এক ব্যাক্তিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্টসাকিটের মাধ্যমে ওই এলাকার চাঁন মিয়ার ভেনাস ইলেকট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বেই অগ্নিকান্ডে ভেনাস, চাঁন ও বিস্মিল¬াহ নামের তিনটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান সম্পূর্ণ ও তিনটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুঁটে আসেন সদ্য বিদায়ী মেয়র আলহাজ শওকত হোসেন হিরন, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।