স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলা ও বিভাগীয় প্রশাসনের অফিস সহকারী ও সমমানাদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে আজ বুধবার সকাল থেকে বরিশালের জেলা প্রশাসকের অফিসের কর্মচারীরা কলোব্যাজ ধারন করে তিন ঘন্টার কর্মবিরতী শুরু করেছে।
অফিসের সকল কর্মচারীরা বেলা ১১টা থেকে সকল প্রকার কাজ কর্ম বন্ধ রেখে অফিসের বাইরে এসে অবস্থান নেয়। পরে তারা তাদের দাবি আদায়ের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। বাংলাদেশ কালেকটরেট সহকারী সমিতির বরিশাল শাখার নেতৃবৃন্দরা জানায়, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতী অব্যাহত থাকবে।