Menu Close

নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করায় ॥ ছাত্রদল নেতাসহ দু’যুবকের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে আচরন বিধি ভঙ্গের দায়ে ছাত্রদল নেতাসহ দু’যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে বিসিসি’র নির্বাচনে এই প্রথম সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম রুবেল মাহমুদ। দন্ডপ্রাপ্তরা হলেন-নগরীর কাটপট্টি এলাকার খলিলুর রহমানের পুত্র ৯নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য মারকিনুল ইসলাম মারুফ ও একই এলাকার মৃত জাহাঙ্গীর হোসেনের পুত্র মোঃ রিয়াজ হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, আনারস মার্কার কর্মী ওই দু’যুবক সোমবার গভীর রাতে সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী শওকত হোসেন হিরণের বিরুদ্ধে অপ্রচারমুলক পোষ্টার টানানোর সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোর্পদ করেন। মঙ্গলবার দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়। ওই দু’যুবক তাদের অপরাধ স্বীকার করায় তাদের এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত মারুফ নিজেকে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিব কামালের কর্মী বলে স্বীকার করেন।

Related Posts