স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সর্মথিত মেয়র প্রার্থী আলহাজ্ব শওকত হোসেন হিরণের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ১০ টায় দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের উত্তর আমানতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সাফিম জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুনের সমর্থকরা রাত ১০ দিকে দুটি মাইক্রোবাসে করে এসে এ ভাঙচুর চালায়।
এ সময় কার্যালয়ে অবস্থান করছিলেন ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুজিবুল রহমান। হামলাকারীরা তাকে মারধর করেছে বলেও জানান তিনি। এ সময় স্থানীয়রা একজনকে আটক করে কাওনিয়া থানায় হস্তান্তর করে।
অপরদিকে স্থানীয়রা জানায়, বিএনপির সমথিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের লোক জন অতর্কিতভাবে মেয়র প্রার্থী হিরনের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে পালিয়ে যায়।